প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উচ্চ মর্যাদায় আসীন হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে তা আরেকবার প্রমাণিত হয়েছে।
রাজধানীর মুগদায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের স্বাধীনতা থেকে শুরু করে সব বড় অর্জনে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা তুলে ধরেন শেখ হাসিনা। বাংলাদেশের মহাকাশ যাত্রায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে জনগণের কাজ করারা সুযোগ দেয়ার কারণেই এমন অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে।
আজ আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। তার সম্মানে ১২ মে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে থাকে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘নার্সেস বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বাস্থ্য মানবিক অধিকার।’
তথ্যানুযায়ী, দেশে সরকারি পর্যায়ে ৪৩টি ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ৩৮টি ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ১৮টি বিএসসি নার্সিং কলেজ কলেজ রয়েছে।
এসব প্রতিষ্ঠানে চার হাজার ৯৯০ জনের পাঠদানের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে ১০৮টি ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ১৩টি ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ৩৭১টি বিএসসি নার্সিং কলেজ রয়েছে। যেখানে ৯ হাজার ৫০ শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা আছে।
Leave a reply