দেশের বেশির ভাগ উন্নয়ন প্রকল্প মাস্টারপ্ল্যানের আওতায় হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। তাছাড়া প্রকল্প তদারকির জন্য প্রতিটি মন্ত্রণালয় ও অধিদফতরের পর্যাপ্ত দক্ষ জনবল নেই বলে মত তাদের।
শনিবার (২১ মে) সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদি হাসান । এ সময় তিনি বলেন, মাস্টারপ্ল্যানের আওতায় ছাড়া উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা প্রধানমন্ত্রীর অনুশাসনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে দেশের উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে হয় না । এতে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয় বলেও জানান তিনি। এজন্য প্রতিটি প্রকল্প তদারকির জন্য পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিআইপি’র পক্ষ থেকে ৭টি সুপারিশমালা তুলে ধরা হয়।
/এমএন
Leave a reply