বিএনপির সাথে জাতীয় পার্টির আদর্শের পার্থক্য কম। তবে আওয়ামী লীগের সাথে পার্থক্য আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে না যাওয়ার কথাও বলেন তিনি।
শনিবার (২১ মে) সকালে রাজধানীর বনানীতে নারী উদ্যোক্তাদের পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, আদর্শে কমবেশি পার্থক্য থাকলেও দুই দলের কার্যক্রমের সাথে জাপার পার্থক্য অনেক।
জি এম কাদের বলেন, বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে ভোটের আগে সিদ্ধান্ত নেয়া হবে। কতৃত্ববাদী সরকারের অধীনে ইসি সুষ্ঠু ভোট করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে ইসি সংলাপের আমন্ত্রণ জানালে সাড়া দেবে জাপা।
অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতারা উল্লেখ করেন, ৩০০ আসনে নির্বাচনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দলটি।
/এমএন
Leave a reply