ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আগুন নিয়ন্ত্রণে

|

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকার নয়ন টাওয়ারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন এক ব্যক্তি। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে, অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২১ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নয়ন টাওয়ারের নিচ তলায় দারোয়ানের কক্ষে থাকা সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ফেনীর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি নিহতের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। যিনি নিহত হয়েছেন তার নাম বা পরিচয় এখনো জানা যায়নি। ভবনে থাকা অন্যরা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ওই ভবনে লাইনের গ্যাস না থাকায় প্রত্যেক কক্ষে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়ে থাকে। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেটি জানার চেষ্টা করছি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার জানান, এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply