নরসিংদীতে সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর বেলাবোতে নিজ বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার ভাবলা গ্রামের শেখ বাড়ির পৃথক দুটি ঘর থেকে তিন মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ভাবলা গ্রামের রং মিস্ত্রী গিয়াস উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার (৩৫), ছেলে রাব্বি মিয়া (১৩) ও মেয়ে রাকিবা (৬)।

পুলিশ ও এলাকাবাসী জানান, পেশাগত কারণে রং মিস্ত্রী স্বামী গিয়াস উদ্দিন বাড়িতে ছিলেন না। রাতে বাড়ির একটি ঘরে ১৩ বছরের ছেলে রাব্বি ও ৬ বছরের মেয়ে রাকিবা এবং অপর ঘরে মা রহিমা বেগম ঘুমিয়ে ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে একজন প্রতিবেশী নারী ওই বাড়িতে গিয়ে তাদের ঘুম থেকে জাগতে না দেখে খোঁজ করেন। এ সময় দুই ঘরের ভেতরে দুই সন্তানসহ মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিন মরদেহ উদ্ধার করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। শনিবার রাতের যেকোনো সময় দুই সন্তানকে শ্বাসরোধে ও মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply