রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-‌পোড়াদহ ট্রেন রুটের রাজবাড়ী রেলও‌য়ে স্টেশনের অদূরে ড্রাই-আইস ফ্যাক্টরি এলাকায় ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২২ মে) সকাল ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী সাটল ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত আনন্দ সরকার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ড্রাই-আইস ফ্যাক্টরি এলাকার সুবল চন্দ্র সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কু‌ষ্টিয়াগামী ট্রেন আসলে আনন্দ সরকার হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে তিনি এমন কাজ করেছেন বলে তারা ধারণা করছেন। তি‌নি খাল-বিলে মাছ ধরে সংসার চালাতেন।

রাজবাড়ী রেলও‌য়ে থানার এস আই মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রেলও‌য়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তি‌নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply