কোটা প্রথা চিরন্তন ব্যবস্থা হতে পারে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। সকালে রাজধানীর এফডিসিতে প্রতিবন্দীদের জন্য কোটা সংরক্ষণ বিষয়ে, দৃষ্টি প্রতিবন্দীদের এক বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন প্রতিবন্দীদের জাতীয় উন্নয়নে, বিভিন্ন কর্মকাণ্ডে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। চাকুরিতে প্রতিবন্দী ও নৃগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য একটা সময় পর্যন্ত কোটা পদ্ধতির প্রয়ওজন আছে তবে তা স্থায়ী ব্যবস্থা নয়। ডিবেট ফর ডেমক্রেসি’র আয়োজনে প্রতিযোগিতায় মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্দী শিক্ষার্থীরা ।
Leave a reply