আল আকসা মসজিদে ইহুদিরাও প্রার্থনা করতে পারবে: ইসরায়েলি আদালত

|

আল আকসা মসজিদের সামনে স্থানীয় ইহুদিরা।

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিরাও প্রার্থনা করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে ইসরায়েলের একটি আদালত। খবর আলজাজিরার।

রোববার (২৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করা কোনো বেআইনি কাজ নয়।

এর আগে, মসজিদ এলাকায় তিন ইসরায়েলি নাগরিকের প্রার্থনার বিষয়ে পুলিশি নিষেধাজ্ঞার আদেশ বাতিল করে জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার শুনানির পর দেয়া হয় এ রায়।
এদিকে ইসরায়েলি আদালতের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা।

ইসরায়েলি আদালতের রায়কে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক নেতারা। হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেলছে ইহুদিরা। পবিত্র রমজান মাস থেকেই উত্তপ্ত আল আকসা মসজিদ প্রাঙ্গণ। নামাজরত মুসল্লিদের ওপর হামলা পর্যন্ত চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply