কুমিল্লায় বাসে পেট্রোলবোমা হামলা মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

|

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আজ মঙ্গলবার (২৪ মে)  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এ মামলায় আগে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন খালেদা। তিনি সেটার অপব্যবহার করেননি। এখন এ মামলায় তার জামিনের রুল মঞ্জুর হয়েছে। অর্থাৎ তার জামিন এখন স্থায়ী হয়েছে।

আরও পড়ুন: প্রত্যাবাসনের অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে : প্রধানমন্ত্রী

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রোলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় দুটি মামলা করে পুলিশ। অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply