ইভিএম সম্পর্কে জানতে নির্বাচন কমিশন ভবনে বিশেষজ্ঞসহ বিশিষ্টজনেরা

|

চলছে ইভিএম সম্পর্কে অবহিতকরণ ও বৈঠক।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে জানতে নির্বাচন কমিশন ভবনে গেছেন বিশেষজ্ঞসহ বিশিষ্টজনেরা। মূলত ইভিএম সবার কাছে গ্রহণযোগ্য করতেই নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছেন বিশেষজ্ঞসহ বিশিষ্টজনদের।

এ কার্যক্রমে অংশ নিতে বুধবার (২৫ মে) সকালে নির্বাচন কমিশন ভবনে যান লেখক ও প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. কায়কোবাদ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ডামি ভোট দিয়ে এর নানা দিক নিয়ে জানতে চান তারা। আয়োজনে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সদস্যরা।

পরে বুয়েটের অধ্যাপক ডক্টর কায়কোবাদসহ সেনাবাহিনীর অভিজ্ঞরা যোগ দেন এই আয়োজনে। সকলের সাথে মত বিনিময় করছে নির্বাচন কমিশন। এই বৈঠকে নির্বাচন কমিশনারগণ, এনআইডি উইঙের সদস্যরা ছাড়া উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. কায়কোবাদ। ইভিএম ও জাতীয় পরিচয়পত্রের বেশ কিছু কারিগরি দিক নিয়ে আলোচনা চলছে বৈঠকে। অভিজ্ঞ প্রযুক্তিবিদরা বেশকিছু ব্যাপারে সন্তুষ্টির কথা জানালেও তাদের রয়েছে সংশ্লিষ্ট আরও কিছু প্রশ্ন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply