জয়পুরহাট সদরে বাড়ি-বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদ। নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পেরে খুশি শিক্ষার্থীরা। শিক্ষা আর জন্ম সনদে গরমিল থাকায় অনেকেই পড়ছে বিপাকে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষা সনদ দিয়েই ভোটার হওয়া যাবে।
জেলা নির্বাচন অফিস বলছে, ভোটার তালিকা প্রণয়ণ আইন অনুযায়ী শিক্ষা সনদেই ভোটার হতে হবে। এ নিয়ে বিড়ম্বনার কিছু নেই। ভোটাররা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য তথ্য সংগ্রহকারীদের নির্দেশনা দেয়া হয়েছে।
জয়পুরহাটের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞা বলেন, জেএসসি, পিএসসি ও এসএসসির শিক্ষা সনদগুলো দিয়েই হুবহু তথ্য অন্তর্ভুক্তিকরণ করতে হবে। জন্ম সনদে যদি কোনো সমস্যা থাকে সেটিও সংশোধন করে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৯ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম।
এসজেড/
Leave a reply