বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণকে জেগে উঠতে হবে: ফখরুল

|

প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের লৌহকপাট ভেঙে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণকে জেগে উঠতে হবে।

বুধবার (২৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, অন্যায়- দুঃশাসন দেশকে গ্রাস করে ফেলেছে। এ সময় মঙ্গলবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর ছাত্রলীগের হামলারও তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। আধিপত্যবাদের লেজুড়বৃত্তি নয়, নিজস্ব জাতিসত্তার ভিত্তিতে বিএনপি রাজনীতি করবে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজীবন সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করবো না। আমাদের জাতির যে সত্তা, সেই সত্তাকে বিকশিত করেই আমাদের দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই, আমরা সন্তুষ্ট: জাফর ইকবাল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply