নরসিংদীতে ব্যবসায়ী নয়ন হত্যা মামলার আসামি গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ তথ্য জানান। গ্রেফতারকৃত শান্ত মাধবদী থানার চৈায়া উত্তরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সুপার জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply