তালেবানের আদেশের বিরুদ্ধে মাস্ক পরে প্রতিবাদ জানালো আফগানিস্তানের সংবাদ পাঠকেরা

|

সম্প্রতি আফগানিস্তানে নারী সংবাদ পাঠকদের ওপর মুখ ঢেকে সংবাদ পাঠ করার আদেশ জারি করেছে সেদেশের ক্ষমতাসীন তালেবান। আর সেই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই পুরুষ সহকর্মীরা মুখে মাস্ক পরে সংবাদ পাঠ করে প্রতিবাদ জানালেন তালেবানের আদেশের বিরুদ্ধে। খবর দ্য গার্ডিয়ানের।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ সরূপ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এবং দেখা গেছে পুরুষ সংবাদ পাঠকেরা মাস্ক পরে সংবাদ পড়ার ছবি শেয়ার করেছেন।

আফগানিস্তানে হিউম্যান রাইটস ওয়াচের জন্য কর্মরত সাহার ফেত্রাত বলেন, এটি আসলে দারুণ কাজ। কারণ এতোদিন নারীদের ওপর সকল নিষেধাজ্ঞার জন্য নারীরা একাই প্রতিবাদ জানিয়েছে। এই প্রথমবার পুরুষেরা কোনো প্রতিবাদ জানালেন।

এর আগে গেল বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তারা জানায়, তারা তাদের আগের অবস্থান থেকে যথেষ্ট সরে এসেছে। কিন্তু ক্ষমতা দখলের কিছুদিন পরই দেখা যায় তারা নারীসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply