রুশ ইউক্রেন যুদ্ধে আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি যুদ্ধাহত সেনাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সেনাদের সাথে হাত মেলান। খবর নিউইয়র্ক টাইমসের।
বুধবার (২৫ মে) মস্কোর এক হাসপাতালে হয় বিরল এ সফর। চিকিৎসাধীন সেনা সদস্যদের সাথে হাত মেলান পুতিন। কথা বলেন তাদের সাথে। যুদ্ধে অবদানের জন্য কৃতজ্ঞতা জানান সেনাদের প্রতি। সুস্থ হয়ে আবারও যুদ্ধে যাওয়ার অনুমতি চান এক সেনা। তা অনুমোদনও করেন পুতিন।
ক্রেমলিন একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায়, সাদা পোশাক পরে প্রেসিডেন্ট পুতিন ও সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। পুতিন বলেন যারা যুদ্ধে আহত হয়েছে, তারা সকলেই নায়ক। তারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন। অতএব তাদের অবশ্যই নায়কের মতই সেবা দিতে হবে।
পুতিন এ সময় সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নেয়ার কথাও বলেন। তিনি বলেন, যুদ্ধের শুরুতে যেমনটা মনে করা হয়েছিল, কিন্তু রাশিয়ার অর্থনীতি তেমন খারাপ পরিস্থিতিতে নেই। জুনের শুরু থেকে বয়স্ক নাগরিকদের পেনশন ১০ শতাংশ হারে বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি।
এটিএম/
Leave a reply