ঢাকা টেস্টের ৫ম দিনে সাকিব-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে স্বাগতিক টাইগাররা। শেষ দিনের শুরুতেই মি. ডিপেনডেবল মুশফিকের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২০ রান।
আগের দিনের ৪ উইকেটে ৩৪ রান নিয়ে ৫ম দিনের খেলা শুরু করেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান মুশফিক ও লিটন। কিন্তু দিনের প্রথম ঘণ্টাতেই রাজিথার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। মুশি যখন সাজঘরে ফেরেন তখন টাইগারদের দলীয় সংগ্রহ ৫৩ রান।
এখন সাকিবকে সাথে নিয়ে ব্যাট হাতে সম্মান বাঁচানোর চেষ্টা করছেন লিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত লিটনের সংগ্রহ ১০২ বলে ৩৯ রান আর সাকিবের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩২ রান।
প্রসঙ্গত, ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা তাদের ১ম ইনিংসে করে ৫০৬ রান।
/এসএইচ
Leave a reply