সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুরমার পানি সবকটি পয়েন্টে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া সবকটি পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ২১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফেঞ্চুগঞ্জে পানি নামতে ধীরগতি হওয়ায় ভোগান্তি বাড়ছে পানিবন্দি মানুষের। এছাড়া সিলেটের ১২ উপজেলায় আশ্রয়কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ বাড়ি ফিরে গেছে। বেশিরভাগ কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অসহায় হয়ে পড়েছেন অনেকেই। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে খাবার সংকটে ভুগছেন বানভাসি মানুষ। তবে হাওর এলাকায় এখনও পানিবন্দি রয়েছেন অনেক মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী রোববারের মধ্যেই ক্ষয়ক্ষতির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ এলেই ঘরবাড়ি পুনর্বাসনে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।
/এডব্লিউ
Leave a reply