মানসিকভাবে শক্ত না হলে পরের সিরিজে ফিরে আসা কঠিন: মুমিনুল

|

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটের পরাজয় বরণ করে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। দলের পারফরমেন্সে হতাশ টাইগার দলপতি মুমিনুল হক বলেছেন, ক্রিকেট সম্পূর্ণভাবেই মানসিক খেলা। এখানে মানসিকভাবে শক্ত না হলে পরের সিরিজে ফিরে আসা প্রচণ্ড কঠিন।

নিজেদের পারফরমেন্সে হতাশা প্রকাশ করে ঢাকা টেস্ট পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, আমাদের পারফরমেন্স হতাশাজনক। এখনো কঠিন পরিশ্রমের বিকল্প নেই আমাদের, উন্নতির রয়েছে অনেক জায়গা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভালো খেলতে পারিনি আমরা। কিন্তু আমাদের জন্য কিছু ইতিবাচক দিক আছে এই ম্যাচেও। মুশফিকুর রহিম এবং লিটন দাসের জন্য দুঃখিত আমরা। ওরা দারুণ খেললেও সেই প্রচেষ্টা কাজে লাগাতে পারিনি আমরা।

প্রতিপক্ষের প্রশংসা করে মুমিনুল হক বলেন, শ্রীলঙ্কার কথা বলতেই হয়। লঙ্কান পেসাররা নতুন বলে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করে গেছে। ক্রিকেট সম্পূর্ণভাবেই মানসিক খেলা। এখানে মানসিকভাবে শক্ত না হলে পরের সিরিজে ফিরে আসা প্রচণ্ড কঠিন। আমাদের বোলিং নিয়েও কাজ করতে হবে। বিশেষ করে পেস বোলিং।

আরও পড়ুন: ১০ উইকেটের পরাজয়ে সিরিজ হারলো বাংলাদেশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply