এ কোন নতুন পরী?

|

মেহেদি রাঙানো হাত, তাতে আবার রকমারি চুড়ি। মাথায় টিকলি, চোখে রঙিন চশমা। গায়ে জড়ানো হলুদ আর লাল মেশানো রঙের শাড়ি- এ কোনো নতুন পরীমনি?

এবার এমন নতুন রূপেই দেখা যাবে ঢাকাই ছবির নায়িকা পরীমনিকে। সিনেমায় নয়, বরং বিয়ের কনের সাজে হাজির হচ্ছেন বিজ্ঞাপনে। ঈদ উপলক্ষে সম্প্রতি এই মেহেদির বিজ্ঞাপন চিত্রটিতে কাজ করেছেন তিনি। নির্মাণ করেছেন ভারতের নির্মাতা সৈনক মিত্র।

নতুন এ বিজ্ঞাপন প্রসঙ্গে পরীমনি জানান, কলকাতার ভারদিভিসতা নামে একটি রিসোর্টে এই মেহেদির বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। অনেকটা সিনেমার আদলেই বিজ্ঞাপন চিত্রটি নির্মিত হয়েছে বলে জানান পরী। আশা করি দর্শক এটি পছন্দ করবেন।

প্রথম রোজা থেকেই বিজ্ঞাপনটি প্রচার করা শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply