ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট নিরসন ও জনভোগান্তি দুর করার দাবিতে কাল সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বাস মালিক সমিতির কার্যালয়ে বৈঠক শেষে এ ধর্মঘটের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ।
ধর্মঘট চলাকালে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী কোন বাস ছাড়বে না বলে জানান তিনি। বলেন, ফেনীর ফতেপুর, দাউদকান্দি, মেঘনাসহ বিভিন্ন পয়েন্টে ভয়াবহ যানজটের কারণে কোন গাড়ি চট্টগ্রাম থেকে তিনগুন সময়েও ঢাকায় পৌঁছাতে পারছে না। এছাড়া যানজট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে তিন ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান সমিতির নেতারা।
Leave a reply