ইউক্রেনের সাংস্কৃতিক পরিচয় নিশ্চিহ্ন করার চেষ্টা করছে রাশিয়া: বাইডেন

|

ইউক্রেনের সংস্কৃতি ও পরিচয় নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (২৭ মে) নেভাল অ্যাকাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেয়া এক ভাষণে এ অভিযোগ করেন তিনি। ইউক্রেনে সামরিক অভিযানের মধ্য দিয়ে মস্কো ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বাইডেন।

তিনি বলেন, পুতিন শুধু ইউক্রেন দখলই নয় তিনি দেশটির সংস্কৃতি ও পরিচয়ও মুছে ফেলার চেষ্টা করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, জাদুঘর এগুলো ধ্বংসের মধ্য দিয়ে সংস্কৃতি মুছে দিতে চান পুতিন।

এর আগে রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইউক্রেনের সাথে সমঝোতা আলোচনা প্রক্রিয়ায় রাশিয়া এগোতে চাইলেও কিয়েভ সে দরজা বন্ধ করে দিয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply