ইউক্রেনের জন্য ড্রোন কিনতে তহবিল সংগ্রহ করছে লিথুয়ানিয়ার সাধারণ মানুষ

|

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য উন্নত সামরিক ড্রোন কেনার জন্য শত শত লিথুয়ানিয়ান তহবিল সংগ্রহ করছে। বন্ধু দেশের প্রতি সংহতি জানাতে এক সময় মস্কোর শাসনাধীন লিথুয়ানিয়ার সাধারণ মানুষ এ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

প্রয়োজনীয় ৫ মিলিয়ন ইউরোর মধ্যে মাত্র তিন দিনে প্রায় ৩ মিলিয়ন ইউরো তোলা হয়েছে। লাইসভেস টিভির মতে, লিথুয়ানিয়ান এক ইন্টারনেট সম্প্রচারকারী এ উদ্যোগটি হাতে নিয়েছে।

বুধবার (২৫ মে) তহবিল সংগ্রহ শুরু হবার পর অ্যাগনি বেলিকাইট নামের একজন দাতা বলেন, যুদ্ধ যখন শুরু হয় আমরা কখনও ভাবিনি যে আমরা তহবিল সংগ্রহ করে বন্দুক কিনবো। কিন্তু আমাদের মনে হয় পৃথিবীকে সুন্দর করে তুলতে আমাদের কিছু করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি কিছুদিন ধরে ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহের কাজ করছি এবং যতক্ষণ আমাদের বিজয় না হবে আমি এ কাজ চালিয়ে যাবো।

এছাড়া তিনি বলেন, রুশ বাহিনী লিথুয়ানিয়াকেও আক্রমণ করতে পারে বলে ভয় পাচ্ছি বিধায় আমি ইউক্রেনের পাশে আছি।

লিথুয়ানিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত বেশতা পেট্রো বলেন, ইতিহাসে এই প্রথম যখন সাধারণ জনগণ ড্রোন কেনার জন্য তহবিল সংগ্রহ করছে। এ ঘটনাকে নজিরবিহীন বলেও আখ্যায়িত করেন ইউক্রেনের রাষ্ট্রদূত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply