‘রাশিয়ার অগ্রাধিকার দোনবাসের স্বাধীনতা, বাকি এলাকাগুলো নিজেরা ঠিক করবে করণীয়’

|

রাশিয়ার কাছে নিঃশর্ত অগ্রাধিকার পাচ্ছে ইউক্রেনের দোনবাস অঞ্চলের স্বাধীনতা। রোববার (২৯ মে) এ কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার দাবি, বাকি এলাকাগুলো নিজেরাই নির্ধারণ করবে ভবিষ্যৎ।

ফ্রান্সের টিএফ-ওয়ান টিভিকে য়োএক বিশেষ সাক্ষাৎকার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নিতে হামলা জোরদার করেছে মস্কো। কারণ, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতাই রাশিয়ার মূল লক্ষ্য। তার অভিযোগ, সেখানে রুশভাষীদের প্রতি অবহেলা করছে ইউক্রেনীয় সরকার।

এমনকি সামরিক হামলার ঝুঁকি থেকেও বাসিন্দাদের রক্ষায় জেলেনস্কি তৎপর নন বলেও অভিযোগ তার। তাই অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পরই শেষ হবে সামরিক অভিযান।

এসময় সের্গেই ল্যাভরভ বলেন, অন্যান্য অঞ্চলগুলো নব্য-নাৎসিবাদে ফিরতে না চাইলে নিজেরাই করণীয় ঠিক করবে। তার দাবি, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতেই দীর্ঘ হচ্ছে অভিযানের সময়সীমা।

প্রসঙ্গত, চতুর্থ মাসে গড়ালো রুশ-ইউক্রেন যুদ্ধ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply