সিলেট ও সুনামগঞ্জের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা

|

বন্যায় তলিয়ে গেছে কৃষক কামালের স্বপ্ন। নির্বাক দাঁড়িয়ে সেই স্বপ্ন ফিরে দেখার চেষ্টায় দেখা গেলো তাকে। উজানের ঢলে ৭ বিঘা জমির পাকা ধান এখন পানির নিচে। ধার দেনা করে ফলানো সোনালি ফসল হারিয়ে চোখে মুখে অন্ধকার তার। তার মত দিশেহারা সিলেটের কৃষক নূর আলীও। বন্যায় তলিয়ে গেছে তার ৫ বিঘা জমির পাকা ধান। তাই পরিবার নিয়ে কীভাবে চলবে সামনের দিনগুলো আছেন সেই দুশ্চিন্তায়।

সিলেট ও সুনামগঞ্জের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। পাকা ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে বন্যার পানিতে তলিয়ে গেছে সব। মাথার ঘাম পায়ে ফেলে আবাদ করা ফসল হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন তারা। ঋণের বোঝায় জর্জরিত অনেকে। পরিবার-পরিজন নিয়ে কেউ কেউ শহরে পাড়ি জমানোর সিদ্ধান্তও নিয়েছেন। জানালেন, এলাকায় কাজ নেই, ফসলও শেষ, তাই ঢাকায় পারি জমানোর চিন্তা তার।

অসময়ের আকস্মিক বন্যায় সিলেট-সুনামগঞ্জের ঠিক কত হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে তার সঠিক হিসাব নেই কারো কাছে। তবে কারো ১০, কারো ২০, আবার কারো তলিয়েছে ১০০ বিঘা জমির ফসল।

বন্যার পানি কিছুটা কমতে থাকায় শেষ সম্বল আকড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া কেউ কেউ। পানির মধ্যে দাঁড়িয়ে নষ্ট হয়ে যাওয়া ধান কাটতে দেখা গেলো কয়েকজন কৃষককে। পাড়ে বসে কুলা দিয়ে সেই ধান ঝাড়ছেন এক নারী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply