আজকালের মধ্যে মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত: পাপন

|

বিসিবি'র সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ কালের মধ্যেই মুমিনুলের সাথে কথা বলে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (৩০ মে) আইপিএলের ফাইনাল শেষে দেশে ফিরে এসব কথা জানান তিনি। এ সময় এশিয়া কাপ নিয়ে তিনি বলেন, এশিয়া কাপ এখনও শ্রীলঙ্কাতেই আছে। যদি চেঞ্জ হয় তাহলেতো অপশনই দুইটা, হয় বাংলাদেশ না হয় দুবাই।

উইন্ডিজ সফরে কোনো চেঞ্জ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আগাম বলাটা মুশকিল। আগে ওর সাথে একটু বসে নেই, তারপর জানাবো।

এর আগে গণমাধ্যমের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কিনা এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা মুমিনুলের ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা এটা চাই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply