বাকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

|

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের দুই গ্রপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মে) সন্ধ্যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের একজন নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগ শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর দুই পক্ষের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় মহড়া দিতে থাকে।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হলের সামনে দুই গ্রপ মুখোমুখি হলে একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক শহীদ শামসুল হক হল, শহীদ নাজমুল আহসান হল, শাহজালাল হল এবং আশরাফুল হক হলে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মহির জানিয়েছেন, উভয়পক্ষের নেতার সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করার দ্রুত চেষ্টা করা হচ্ছে। যারা আহত হয়েছে তাদেরকে দ্রত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্ত কমিটি গঠন করে মারামারির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: বরিশালে বিএনপির ৬ নেতাকর্মীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply