ইতালিতে প্রবেশে আর লাগবে না করোনা টিকার সনদ

|

সম্প্রতি ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় দেশটিতে প্রবেশের সময় লাগবে না করোনা টিকার সনদ কিংবা করোনা পরীক্ষার প্রমাণপত্র। সোমবার (৩০ মে) এমন তথ্য জানিয়েছে ইতালির স্বাস্থ্য বিভাগ। খবর বার্তা সংস্থা এএফপির।

ইতালির স্বাস্থ্য বিভাগ জানায়, ইতালিতে প্রবেশের জন্য যে তথাকথিত “গ্রিন পাস” দেখানোর প্রয়োজনীয়তা ছিল তা মে মাসের ৩১ তারিখের পর আর দেখানোর প্রয়োজন পড়বে না।

২০২০ সালের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম দেশ ছিল ইতালি। ব্যাপক সংক্রমণের মুখে পরে ইতালি তার দেশে প্রবেশের সময় গ্রিন পাস দেখানোর মত কিছু কঠোর নিষেধাজ্ঞা জারি করে।

যেহেতু ইতালিতে করোনা সংক্রমণ অনেকটাই কম তাই বেশ কিছু স্বাস্থ্যবিধি শিথিল করা হয়েছে। তবে এখনো গণপরিবহনে ও স্কুলগুলোতে মাস্ক পরার নিয়ম চালু আছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply