ডিজিটাল নিরাপত্তা আইনে যত্রতত্র গ্রেফতার করা হয় না: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক।

ডিজিটাল নিরাপত্তা আইনে এখন যত্রতত্র গ্রেফতার করা হয় না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনের বিষয় থাকলে সংশোধন করা হবে।

মঙ্গলবার (৩১ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে আইনমন্ত্রী বলেন, ডিএসএতে অজামিনযোগ্য কয়েকটি ধারা আছে। কিন্তু এতে জামিনের সুযোগ আছে। কোর্টে গিয়ে জামিনের আবেদন করা যাবে। আদালত বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে পুলিশ সাথে সাথে গ্রেফতার করে না। এক্ষেত্রে সাইবার সেলের অনুমতি নিতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইনে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়নি। এই আইনের মাধ্যমে সাইবার ক্রাইম প্রতিরোধ করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন কোনো আইন করা হবে না, যা সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে। তিনি আরও জানান, সংবেদনশীল ইস্যুগুলো কাজে লাগিয়ে উস্কানিমূলক মন্তব্য যাতে না করা হয়, তার প্রতিকার হিসেবেই আইন থাকা উচিত।

আরও পড়ুন: ‘পদ্মা সেতু উদ্বোধনে বিএনপিকে দাওয়াত দেয়া হবে, ইউনুসের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply