রংপুরে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

|

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের পীরগাছার ব্যবসায়ী দেলওয়ার হোসেন (৪৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। মঙ্গলবার (৩১ মে) ভোররাতে মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, ঘটনার ৪ দিনের মাথায় প্রযুক্তির সহায়তায় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে ফারুকের দেখানো ঘটনাস্থল পীরগাছার অনন্তরাম এলাকায় তার বোনের বাড়ির পাশে একটি পুকুরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ব্যক্তিগত ক্ষোভ থেকে দেলওয়ারকে হত্যার কথা স্বীকার করেছে।

গেল শুক্রবার রাত ১১টায় পীরগাছা উপজেলা শহরের অনন্তরাম এলাকার ধানচাল ব্যবসায়ী দেলওয়ারকে দোকান ঘরের পজিশন নিয়ে বিরোধ মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে এনে রেললাইনের পাশে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ফারুক মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭/৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার রাতেই সবুজ, শফিকুল ও রঞ্জু নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply