চট্টগ্রামের বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

|

চট্টগ্রামের বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে রাজধানীর এক হোটেলে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের নীতিমান প্রকল্পের চূড়ান্ত নকশা প্রণয়ন সংক্রান্ত চুক্তিপত্র অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, সঠিক সময় অনুযায়ী চট্টগ্রাম বন্দর বে-টার্মিনালের কাজ এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সাড়ে ৩ হাজার মিটার টার্মিনালকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। আর্তজাতিক বাণিজ্যকে গতিশীল করার পাশাপাশি ট্রান্সশিপমেন্ট ট্রানজিট সেবার পরিসর বাড়াতে সহায়ক হিসেবে সরকার মাতারবাড়ি গভীর সমুদ্রে বন্দর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এই বে-টার্মিনাল জিটুজি ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে নির্মিত হবে। এই টার্মিনাল প্রকল্পের চূড়ান্ত নকশা তৈরি করবে দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠান, কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসাল্টিং কোম্পানি লিমিটেড ও ডি ওয়াই ইঞ্জিনিয়ারিং। এজন্য ব্যয় হবে ১২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা। এবং সম্পূর্ণ প্রকল্পের ব্যয় হবে ২১০ কোটি ডলার।

চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন টার্মিনাল হিসাবে বে-টামিনাল নির্মাণ করা হচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply