রোববার (২৯ মে) শেষ হয়েছে ২০২২ সালের আইপিএলের আসর। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস আর রানার্স আপ হয়েছে রাজস্থান রয়্যালস। আসরে ব্যর্থ হয়েছেন অনেক বড় বড় তারকাই। আবার নিজেদের জাত চিনিয়েছেন অনেক তরুণ ও আলোচনায় না থাকা ক্রিকেটাররা। এবার আসরের এমন ১১ জন ক্রিকেটার বেছে নিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
আইপিএল শেষ হওয়ার একদিন পরই অর্থাৎ সোমবার এই একাদশ ঘোষণা করেছেন শচীন। নাম না দেখে প্রতিভা ও পারফরম্যান্সের বিচারেই একাদশ বেছেছেন শচীন। কিংবিদন্তি এ ক্রিকেটারের একাদশে নেই ভিরাট কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির মতো বড় বড় নাম।
ওপেনিংয়ে ডানহাতি ও বামহাতি কম্বিনেশন বেছে নিয়েছেন শচীন। এই পজিশনে তিনি বেছে নিয়েছেন শিখর ধাওয়ান ও আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলার। বাটলারের ব্যাপারে শচীন বলেছেন, ‘ওর থেকে ভয়ঙ্কর ক্রিকেটার এবারের আইপিএলে দেখা যায়নি।’
শচীনের সেরা একাদশে তিনে জায়গা পেয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। দলকে আইপিএলের ফাইনালে তুলতে না পারলেও ক্রিজে তার স্থিরতা ও ধারাবাহিকতা পছন্দ শচীনের। চারে জায়গা পেয়েছেন আসরে গুজরাটকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। পাঁচে আছেন চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য ডেভিড মিলার। ছয়ে রেখেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনকে।
শচীনের দলে সাতে জায়গা পেয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক। আর আটে খেলবেন গুজরাটের রশিদ খানকে। দলের স্পিন বিভাগের নেতৃত্বও রশিদের কাঁধে।
পেস বোলার হিসেবে দলের নয় নাম্বারে থাকবেন গুজরাটের পেসার মোহাম্মদ শামি। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের এবারের আসর শেষ করেছে। তবে শচীনের একাদশে দশ নাম্বারে জায়গা হয়েছে দলটির পেসার জাসপ্রিত বুমরাহ। আর দলে শেষ ক্রিকেটার হিসেবে জায়গা হয়েছে আসরে সর্বোচ্চ উইকেটশিকারী যুজবেন্দ্র চাহালের।
জেডআই/
Leave a reply