স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) এসে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না লিওনেল মেসি। মাঠের খেলায় সতীর্থদের সাথেও মিলছে না তার রসায়ন। যে কারণে চক্ষুশূল হতে হচ্ছে ভক্তদের। পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকরাও। সদ্য শেষ হওয়া মৌসুমে পিএসজির হয়ে ১১ গোল আর অ্যাসিস্টে ভূমিকা রেখেছেন মেসি। তবে সব দূরে ঠেলে বন্ধু লিওর পক্ষে কথা বলেছেন পিএসজিতে মেসির সতীর্থ নেইমার জুনিয়র।
নেইমার বলেছেন, মেসি দীর্ঘদিন বার্সেলোনায় খেলেছে। তার খেলার ধরন সম্পূর্ণ আলাদা। যা বুঝতে পিএসজির ফুটবলারদের সমস্যা হচ্ছে। যে কারণে আমাদের কাঙ্খিত সাফল্য দীর্ঘায়িত হচ্ছে।
পিএসজিতে এখন রাজত্ব চলছে কিলিয়ান এমবাপ্পের। ফলে অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে মেসি-নেইমার নাম দু’টি। নিজের হতাশা ভুলে মেসির পক্ষই নিলেন নেইমার।
ব্রাজিলিয়ান এই তারকা বলেন, নতুন জায়গায় মানিয়ে নেয়া সহজ কোনো বিষয় নয়। দল এবং শহর পরিবর্তন করাটা বেশ কঠিন একটা ব্যাপার। সেই সাথে পরিবারের দেখাশোনাটাও তাকেই করতে হয়। যেহেতু নতুন শহরে সে একা নয়।
নেইমারের অভিযোগ- ভক্তরা কেবল পারফরমেন্স, পরিসংখ্যান ও শিরোপা দিয়ে ফুটবলারদের মাপকাঠিতে ফেলে। যা একজন ফুটবলারের জন্য বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়ায়।
জেডআই/
Leave a reply