‘সরি’ না বলায় গরম তেল ঢেলে শিশুর হাত ঝলসে দিলো বাবুর্চি

|

ভুক্তভোগী শিশু রাহাত।

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে সামান্য বিষয় নিয়ে ‘সরি’ না বলাতে গরম তেল ঢেলে আইমান রাহাত (১০) নামের এক শিশুর বাম হাত ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে এক হোটেলের বাবুর্চির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মে) রাতে ইবনেসিনা ডায়গনস্টিক সেন্টার সংলগ্ন ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। আহত শিশু অভয়নগর চেঙ্গুটিয়া বাজারের জামাল মোল্লার ছেলে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাস (২৪) কেশবপুরের মুলঘর গ্রামের বাসিন্দা। তাকে আটক করেছে পুলিশ।

আহতের খালু নাজমুল হাসান জানান, রাহাতের মা ইবনেসিনা ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসায় রাতে খাবার খেতে শিশু রাহাতসহ ভৈরব হোটেলে যান তারা। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের মুখে বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসের সাথে শিশুটির অসাবধানতাবশত ধাক্কা লাগে। এ ঘটনায় শিশুটিকে ক্ষমা চাইতে বললেও ‘সরি’ না বলায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে গরম তেল ছুড়ে মারে বাবুর্চি ইব্রাহিম। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। পরে সাথে থাকা খালা-খালু দ্রুত ইবনেসিনায় জরুরি চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় শিশুটিকে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, রাতে রাহাত নামের এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে জরুরি চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রেজাউল ইসলাম জানান, রাতে রাহাত নামে এক শিশুকে গরম তেল দিয়ে ঝলসে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply