আ. লীগের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই চালের দাম বাড়ছে, ফখরুলের অভিযোগ

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষকদলের সেমিনারে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রতিনিয়ত মিথ্যা বলে। একদিকে লুটপাট করছে, অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী নেতা; মানুষের অন্তরে তার নাম লেখা রয়েছে। অথচ সরকার জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করছে। ফখরুল বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগ নেতাদের ছোট করে কথা বলে না; অথচ তারা প্রতিনিয়তই এ ধরনের কাজ করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন চালের দাম কমে আসার কথা। সেই জায়গায় চালের দাম বাড়ছে। এখানে আবারও কারসাজি; সেই আওয়ামী দুর্বৃত্তদের, আওয়ামী চোর-লুটেরাদের কারসাজিতে এই দাম তারা বাড়াচ্ছে। সাধারণ মানুষের পকেট কেটে আবারও তারা মুনাফা করবে।

বিস্তারিত: ৬টি করপোরেট গ্রুপ ধান-চাল মজুদ করে বেশি দামে বিক্রি করছে: খাদ্যমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply