‘একমাত্র তাকে বল করা কঠিন’, কোন ভারতীয় তরুণের কথা বললেন রশিদ?

|

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের হয়ে দারুণ পারফর্ম করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। কিপটে বোলিং করে মাত্র ১৬ ম্যাচেই সংগ্রহ করেছেন ১৯টি উইকেট। আসরে রশিদের বিপক্ষে স্বচ্ছন্দে খেলেছেন এমন কোনো ব্যাটার নেই। তবে এই স্পিনার এমন একজন ব্যাটারের নাম দিয়েছেন যাকে বল করা কঠিন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রশিদ বলেছেন- ভাগ্যক্রমে সেই ব্যাটারটি তার নিজের দল গুজরাট টাইটানসের। তিনি দলটির ওপেনার শুভমান গিল। যিনি রাজস্থান রয়্যালসের দেয়া ১৩১ রানের মাঝারি লক্ষ্য ছক্কা মেরে অতিক্রম করেছিলেন।

রশিদ বলেছেন, শুভমানের সাথে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে খুবই ভালো লেগেছে। সে খুব পরিশ্রমী একজন ক্রিকেটার। তার মতো কেউ দলে থাকলে সেটা দলকে প্রচুর শক্তি দেয়। পুরো আসরে সে যেভাবে খেলেছে সেটা অবিশ্বাস্য। তাকে পাশে পেয়ে খুশি হয়েছি।

রশিদ আরও বলেন, তিনিই একমাত্র ব্যাটার যাকে মনে হয়েছে বল করা কঠিন হবে। কিন্তু সৌভাগ্যবশত সে আমার নিজের দলেই আছে। প্রসঙ্গত, এবারের আইপিএল আসরে ১৬ ম্যাচে ৩৪.৫০ গড়ে ৩৬৫ রান করেছেন শুভমান গিল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply