বিমান অফিসে দুদকের হানা, নথিপত্র জব্দ

|

বহুল আলোচিত মিশরীয় কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ ভাড়ার দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে সংস্থাটি।

২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং উড়োজাহাজ লিজ নেয়া হয়। ২ বছরের ব্যববধানে একটি উড়োজাহাজের ২টি ইঞ্জিন নষ্ট হওয়ার পর একই কোম্পানি থেকে ভাড়ায় আনা হয় আরও দুইটি ইঞ্জিন। বছর না যেতেই সেগুলোও বিকল হয়ে পড়লে মেরামতের জন্য জন্য পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। সেখানে মেরামতের নামে দিনের পর দিন ফেলে রেখে দু’টি উড়োজাহাজের পেছনে বিমানের ১১ শ’ কোটি টাকার ক্ষতির চিত্র উঠে আসে সংসদীয় কমিটির তদন্তে। মন্ত্রণালয়কে বিভাগীয় তদন্তের কথা বলেও কাজ না হওয়ায় তদন্ত করতে বলা হয় দুদককে।

বুধবার দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল বলাকা ভবনে গিয়ে বিমানের কর্মকর্তাদের সাথে কথা বলেন আর বেশ কিছু নথি জব্দ করেন। তবে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply