২ লাখ শিশুদের জোর করে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে: জেলেনস্কি

|

ইউক্রেনের অন্তত ২ লাখ শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (১ জুন) জাতির উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এমন অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর ডয়চে ভেলের।

তিনি বলেন, রুশ বাহিনী বেশিরভাগ শিশুকেই নিয়ে গেছে এতিমখানা থেকে। এছাড়া পরিবার থেকে আলাদা করতে বাবা-মায়ের কাছ থেকেও জোর করে নিয়েছে অনেককে। জেলেনস্কির হুঁশিয়ারি, এসব শিশুরা কখনও রাশিয়ার সম্পদ হবে না। এমন জঘন্য কাজের জন্য মস্কোকে চরম মূল্য দিতে হবে।

তিনি জানান, যুদ্ধে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৫০০ জন। এছাড়া নিখোঁজ রয়েছে ১৩৯ শিশু। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন অনেকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply