চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধ মজুদ ঠেকাতে রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ের অভিযান

|

বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুদ ঠেকাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের আভিযানিক দল।

তবে বৃহস্পতিবার (২ জুন) অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ীদের অনেকে দোকান থেকে পালিয়ে যায়। এদিন দুপুর বারোটার দিকে এই অভিযান শুরু হয়। এ সময় বাজারে বিভিন্ন চালের ব্যবসায়ীদের লাইসেন্সে ও মজুদের হিসাবে গরমিল ধরা পড়ে।

খাদ্য অধিদফতরের উপসচিব হারুন অর রশিদ জানান, কতটুকু চাল মজুদ রাখা যাবে তা অধিকাংশ ব্যবসায়ী জানেন না। নির্ধারিত মজুদের চেয়ে বেশি চাল রাখায় কয়েকজন ব্যবসায়ীদের নাম-ঠিকানা টুকে নেয় খাদ্য অধিদফতর। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply