নেইমারের জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

|

গতরাতেই ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা জয় করে কোপাজয়ী আর্জেন্টিনা। তাদের চির প্রতিদ্বন্দী ব্রাজিল অপেক্ষায় ছিল চমক দেখানোর। বৃহস্পতিবার (২ জুন) সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা।

শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করতে থাকে তিতে শিষ্যরা। ম্যাচের ৭ম মিনিটেই রিচার্লিসনের সুবাদে ১ম গোলের সাক্ষাৎ পায় ব্রাজিল। তবে সমতায় ফিরতে মাত্র ২৬ মিনিট সময় নেয় স্বাগতিকরা। ৩২ মিনিটে কোরীয়দের সমতায় ফেরান হাং উই জু। এরপর, ৪২ মিনিটে পেনাল্টি থেকে সেলেসাওদের আবারও এগিয়ে নেন নেইমার। এর সুবাদে ২-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে স্বাগতিকদের জালে বল জড়িয়ে গোল ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন নেইমার। এরপর বেশ কিছুক্ষণ চলে দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণ। ম্যাচের ৮০ মিনিট চলছে তখন, নেইমারের পরিবর্তে নামা কৌতিনহোর পা থেকে আসলো আরও একটি গোল, ব্যবধান বেড়ে দাঁড়ালো ৪-১ এ।

এরপর, ম্যাচ শেষ করার জন্য নির্ধারিত ৯০ মিনিটের সাথে আরও ৪ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। কিন্তু, দুর্ভাগ্য তখনও পুরোপুরি পিছু ছাড়েনি স্বাগতিকদের। ৯৩তম মিনিটে স্বাগতিকদের জালে বল জড়ান গ্যাব্রিয়েল জেসুস। ফলে, ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply