ঢাকার বেশিরভাগ তরুণী যৌন নিপীড়নের শিকার হয়েছেন মাঝবয়সীদের দ্বারা

|

রাজধানীতে গণপরিবহন ব্যবহারকারী নারীদের ৬৩ শতাংশই যৌন হেনস্থাসহ নানা হয়রানির শিকার হন। ৬১ শতাংশ কিশোরী ও তরুণী জানিয়েছেন, তারা মধ্যবয়সী তথা, চল্লিশ থেকে ঊনষাট বছর বয়সীদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন বেশি।

আঁচল ফাউন্ডেশনের এক গবেষণায় এসব বিষয় উঠে এসেছে। শুক্রবার (৩ জুন) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ। তিনি বলেন, হয়রানির শিকার এসব নারী মানসিক সমস্যার সম্মুখীন হন। অনেকে আত্মহত্যাও করেন।

২০ শতাংশ নারী জানিয়েছেন, পরিবহনের হেল্পার তাদের হয়রানি করেছে, এমনকি বাদ যায় না চালকও। গণপরিবহনকে সিসিটিভির মাধ্যমে নজরদারি, ড্রাইভার, হেল্পারদের সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ দেয়াসহ দ্রুত বিচারের আওতায় আনলে হয়রানি কমবে বলে মত আলোচকদের।

রাজধানীর ৮০৫ জন নারীর গত ৬ মাসের অভিজ্ঞতা থেকে এই গবেষণা করে আঁচল ফাউন্ডেশন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply