হজযাত্রীদের হয়রানি দূর করতে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী 

|

কোনো হয়রানি ছাড়া মুসল্লিরা যাতে হজ পালন করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন। তবে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের সেখানকার আইন-কানুন মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে তাদের দেশের অগ্রযাত্রার জন্য দেশ মানুষের শান্তি কামনায় দোয়া করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ বছরের হজযাত্রা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী জানান, এবার নির্বিঘ্নে হজযাত্রাসহ ব্যবস্থাপনা অনেক সহজ করেছে সরকার। এসময় অনুষ্ঠানে মুসল্লিদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।

করোনার কারণে দুই বছর হজ পালনের সুযোগ পাননি বাংলাদেশের মুসল্লিরা। এবার ৫৭ হাজারের বেশি হজে যেতে পারছেন। আগামী রোববার শুরু হচ্ছে হজফ্লাইট। এদিন বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।

এবার বিমান নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজযাত্রী বহন করবে। যাওয়া-আসায় ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। একই সাথে হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্সও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply