তুরস্কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো ইউক্রেন

|

তুরস্কের পতাকাবাহী একটি জাহাজ। ছবি: সংগৃহীত

ইউক্রেন থেকে রাশিয়া যেসব শস্য চুরি করে নিয়ে যাচ্ছে সেগুলো কিনছে তুরস্ক। এমন অভিযোগ করেছেন আঙ্কারায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বোডনার। শুক্রবার (৩ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে প্রকাশ করা হয় এমন তথ্য।

রাষ্ট্রদূত ভাসিল বোডনার সাংবাদিকদের আরও জানান, ইউক্রেন থেকে শস্য চুরি করে জাহাজবোঝাই করে নিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার থেকে বেশ কয়েকটি দেশ সেই শস্য কিনছে। এই তালিকায় আছে তুরস্কের নামও। তুর্কি জলসীমা দিয়ে শস্যের এই কথিত চালানের সাথে কারা জড়িত তা জানতে তিনি তুর্কি কর্তৃপক্ষ এবং ইন্টারপোলের কাছ সহায়তা চেয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ‘অভিযান’ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রাশিয়ার

আঙ্কারা বা মস্কোর পক্ষ থেকে বোডনারের মন্তব্যের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আঙ্কারায় নিযুক্ত ইউক্রেনের এই রাষ্ট্রদূতের তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরাও।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply