ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ঐতিহাসিক ভুল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ভুলের মাশুল শুধু পুতিনকেই নয়, বরং রাশিয়ার সাধারণ জনগণকেও দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
আল জাজিরার খবর বলছে, এর ফলে পুতিন এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন ম্যাকরন।
ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার মধ্যেই আস্থার সংকটে পড়বেন পুতিন, এমনটাও জানিয়েছেন ইমানুয়েল ম্যাকরন। সংঘাত বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে মস্কোর প্রতি আহ্বানও জানান ফরাসি প্রেসিডেন্ট।
/এটিএম
Leave a reply