টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন ইলন মাস্ক

|

বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। এছাড়া নতুন কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার (২ জুন) টেসলার নির্বাহীদের কাছে পাঠানো ই-মেইলে এ পরিকল্পনার জানান মাস্ক। এসময় তিনি চলমান অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ লাখ কর্মী রয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংস্থাটি। সম্প্রতি টেসলা কর্মীদের হোম অফিসের বদলে কর্মক্ষেত্রে এসে কাজ করার নির্দেশ দেন ইলন মাস্ক। তিনি বলেন, সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।

এ সংবাদের কয়েক ঘণ্টা পর টেসলার স্টকের দাম ৩ শতাংশ কমে গেছে। কোম্পানির কোনো কর্মকর্তা বা মাস্ক কেউই গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply