ভারতে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

|

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে মাঙ্কিপক্স সন্দেহে এক শিশুর নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে দেশটির স্বাস্থ্যবিভাগ। শুক্রবার (৩ জুন) দেশটির মহামারি বিষয়ক গবেষক দল নিশ্চিত করে এ তথ্য। খবর ইন্ডিয়া টুডে’র।

গবেষক দলটি জানায়, শ্রবণ সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যায় ৫ বছরের ওই শিশু। সে সময় তার মাথায় ছোট ছোট ফোস্কা দেখতে পান চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষার পর সে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়। তবে তার শরীরে জ্বর, মাথাব্যাথা এবং শ্বাসকষ্টজনিত কোনো উপসর্গ নেই। সম্প্রতি সে বিদেশ ভ্রমণও করেনি বলে নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: খরচ কমাতে মন্ত্রী ও সরকারি কর্মচারীদের পেট্রোল কোটা কমালো পাকিস্তান সরকার

নমুনা পরীক্ষায় পজেটিভ আসলে এটিই হবে ভারতে প্রথম মাঙ্কিপক্স শনাক্তের ঘটনা। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে শিশুটিকে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply