মমতাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর

|

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুন) নিজেকে তৃণমূলের কর্মী পরিচয় দেওয়া ঋজু দত্ত নামে এক ব্যক্তি চিৎপুর থানায় এই অভিযোগ দায়ের করেন।

ঋজু দত্ত অভিযোগ করেছেন, সাম্প্রতিককালে সামাজিক যোগযোগমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন রোদ্দুর। এছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্য পুলিশ প্রশাসনকেও আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন রোদ্দুর। তিনি নিয়মিতভাবে এই কাজ করে থাকেন। আপত্তিকর ভাষা ব্যবহার করে তিনি রাজ্যকেও অপমান করেন। রোদ্দুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান তিনি।

আরও পড়ুন: এবার অনুষ্ঠান শেষে হিট স্ট্রোক করলেন অভিনেত্রী দোলন রায়

এর আগেও রোদ্দুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগও সেই মমতাকে নিয়ে কটূক্তি করার। সূত্র: আনন্দবাজার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply