মাদারীপুরে চাঁদা না পেয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ভিডিও ভাইরাল

|

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরে চাঁদা না পেয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শহরের পুরান বাজারের স্বর্ণকারপট্টিতে এ ঘটনা ঘটে। হামলার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই ভাইরাল
হয়ে আলোড়ন সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মুন্না জমাদ্দারের অভিযোগ, মাদারীপুর শহরের আমিরবাদ এলাকার শিশির খান ও শীতল হাওলাদার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার (৪ জুন) দুপুরে শিশির ও শীতল মুন্নার উপর এ হামলা চালায়।

ইতোমধ্যেই এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি
ফুটেজে দেখা যায় মোটরসাইকেল করে দুই যুবক মুন্নার দোকান (জমাদ্দার জুয়েলার্স) এর সামনে
এসে স্বর্ণ ব্যবসায়ী মুন্নাকে দোকানের বাইরে ডেকে বের করে। এরপর একটি ব্যাগে থাকা রাম দা বের করে কোপানো শুরু করে।

ব্যবসায়ী মুন্না জমাদ্দার আত্মরক্ষায় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী ওই দুই যুবক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজন ও পার্শ্ববর্তী অন্যান্য ব্যবসায়ীরা।

এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানা ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply