আইসিসি পুরুষ বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে তিন নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। তবে, আগের মতোই লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
জিম্বাবুয়েকে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হারিয়ে এগিয়েছে আফগানিস্তান। একই দিনে নেদারল্যান্ডসকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে সুপার লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছে উইন্ডিজ। ফলে ভারতকে পেছাতে হয়েছে দুই ধাপ। একই সঙ্গে এক ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬ নম্বরে। আপাতত ২য় স্থান ধরে রেখেছে ইংল্যান্ড।
প্রসঙ্গত, গতকাল শনিবার (৪ জুন) জিম্বাবুয়েকে ৬০ রানে হারায় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান রহমত শাহের ৯৪ ও হাসমাতুল্লাহ শাহিদির ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৬ রান তোলে আফগানরা। জবাব দিতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে সবগুলো উইকেট হারিয়ে ২১৬ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
অপর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে কাইল মেয়ার্স ও সামারাহ ব্রুকসের সেঞ্চুরিতে ৩০৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বিশাল রান তাড়া করতে নেমে ২৮৮ রান করতে সক্ষম হয় ডাচরা।
Leave a reply