মরিনহো হতে যাচ্ছেন মেসি-নেইমারদের কোচ!

|

ছবি: সংগৃহীত

মাওরিসিও পচেত্তিনোকে ছাটাই করে এ এস রোমার কোচ হোসে মরিনহোকে মেসি-নেইমারদের কোচ বানাতে চায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ।

মূলত, চ্যাম্পিয়ন্স লিগে ব্যার্থতার জেরেই পচেত্তিনোকে ছাটাই করতে চায় পিএসজি কর্তৃপক্ষ। আর মাত্র একটি মিটিং পর চূড়ান্ত হতে পারে পচেত্তিনোর ভাগ্য। সেই সাথে ক্লাব সভাপতির কাছ থেকে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। যার ফলে গত বছরে ইতালিয়ান ক্লাব এএস রোমাতে কোচ হিসেবে যোগ দেওয়া মরিনহোর প্যারিসে আসার গুঞ্জন জোড়ালো হচ্ছে।

পর্তুগিজ এই কোচও জানিয়েছেন তার আগ্রহের কথা। আগামী মৌসুম থেকেই মেসিদের কোচ হিসেবে পিএসজির ডাগ আউটে দেখা যেতে পারে মরিনহোকে।

আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষের একাদশ থেকে ১০ পরিবর্তন এনে জার্মানির সাথে ড্র ইতালির

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন হোসে মরিনহো। এই সময়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনায় ছিলেন লিওনেল মেসি। এবার নিজ নিজ জায়গায় সফল এই দুই তারকার একসাথে হয়ে কাজ দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply