উত্তর প্রদেশের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২, আহত ২১

|

ভারতের উত্তর প্রদেশের এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। গুরুতর দগ্ধ আরও ২১ জন। শনিবার (৪ জুন) হাপুর জেলার শিল্প এলাকায় হয় এ দুর্ঘটনা। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

কর্তৃপক্ষ জানায়, একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের মধ্য দিয়ে সূত্রপাত হয় আগুনের। বিস্ফোরণে উড়ে যায় ছাদ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেন, কারখানাটিকে ইলেকট্রনিক সামগ্রী তৈরির লাইসেন্স দেওয়া হয়েছিল। এখানে আসলে কী হয়েছে তা তদন্তের বিষয়। এটি একটি দুঃখজনক ঘটনা। ফরেনসিক দল এখানে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করছে।

লক্ষ্ণৌতে জারি করা এক বিবৃতিতে আদিত্যনাথ জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে বলেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply